গত মাসেই কম্পিউটার কিনলাম, কিনতে গিয়ে বেশ কিছু জিনিস ঘেটে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি , নিজে কম্পিউটার কিনি, সাথে অন্যদেরও কিনতে সাহায্য করি। এতে বিভিন্ন কম্পিউটারের পার্টস সম্পর্কে আমার ভাল আইডিয়া হয়ে যায়। যাই হোক, কম্পিউটারের বিভিন্ন পার্টস সম্পর্কে আলোচনায় আজকে প্রসেসর কেনার বিষয়ে আমার পরামর্শ নিচে দেয়া হল। চাইলে অনুসরণ করতে পারেন। আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে করার অনুরোধ রইল, আমি যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করতে চেষ্টা করব।
প্রসেসর
ব্যক্তিগতভাবে প্রসেসর কিনলে আমি কোর আই থ্রি যথেষ্ট বলে মনে করি। এর কম দামে কিছু না কেনার পরামর্শ দেব আমি, তার মূল কারণ বিভিন্ন এপ্লিকেশন এবং গেমিং এর জন্য একটা ভাল প্রসেসর থাকা আজকাল বেশ জরুরি হয়ে গেছে।
আপনি প্রসেসর কিনলে Intel Core i3-2100 - 3.10 GHz ( Sandy Bridge- Memory Type - DDR3-1066/1333 ) কিনতে পারেন, দাম পড়বে ১০ হাজার টাকা।
এটা যেকোন গেম এর প্রসেসর রিকয়ারমেন্ট পুরণ করার জন্য যথেষ্ট। এই প্রসেসরের সাথে একটা ভাল গ্রাফিক্স কার্ড থাকলে বর্তমানে সময়ের সবচেয়ে সেরা হাই এন্ড গেম ম্যাক্স পেইন থ্রি বা কল অব ডিউটির লেটেস্ট গেম খেলতে কোন সমস্যাই হবে না।
আরেকটু ভাল চাইলে Intel Core i3 , Clock Speed (GHz) - 3.3 কিনতে পারেন, দাম ১০৮০০
টাকা একটু বেশি থাকলে Intel Core i5 ( ১৬০০০ টাকা) কিনে ফেলতে পারেন ( Memory Type - DDR3-1333/1600 ), ভবিষ্যতে আপগ্রেডের চিন্তা থেকে তাহলে আপনি মুক্ত। তবে বর্তমানে সবকিছু(গেমিং সহ) চালাতে Core i3 যথেষ্ট বলে মনে করি।
অনেকে দেখলাম আবার AMD Bulldozer FX4100 ( দাম ১০৭০০) এর খুব ভক্ত, দাম তো কাছাকাছি, কিন্তু আমি ঠিক কেন যেন এটা পছন্দ করতে পারি নাই।
অনেকে আমাকে জিজ্ঞেস করেন বাজারে দুইটা প্রসেসর দেখতে পান
Intel Core i3-2100 (BK) আর শুধু Intel Core i3-2100
পার্থক্য কি?
আসলে পার্থক্য আর কিছুই না। Intel Core i3-2100 সিঙ্গেল প্যাকেটে আসে, আর Intel Core i3-2100 (BK) ১০ টা একসাথে এক প্যাকেটে আসে। দুইটারই ক্ষমতা সমান। তবে পারসনালি আমি Intel Core i3-2100 সিঙ্গেল প্যাকেটেরটাই কেন যেন প্রেফার করি।
যাই হোক, আজকে এটুকুই। কেমন লাগল জানাবেন। আপনাদের ভাল লাগলে এর পরের পর্বে কম্পিউটারের অন্যান্য পার্টস নিয়ে একে একে আলোচনা করব। ভাল থাকবেন
উল্লেখ্য লেখাটা মূলত জেনারেল লেভেলের ইউজারদের জন্য লেখা, এডভান্সড লেভেলের ইউজারদের জন্য নয়। আমি কম্পিউটারের পার্টসের বিষয়ে সর্বজ্ঞ নই, আমি খুব বেশি যে জানি এমন নয়, তাছাড়া আমার জানার মাঝেও ভুল থাকতে পারে । আমার আলাপ আলোচনাটা খুবই সাদামাটা বেসিক লেভেলের এবং স্ট্রেইট ফরোয়ার্ড। আমি মূলত টেকনিকাল বিষয়ে খুব একটা আগ্রহী নই। খুব বেশি জ্ঞানগর্ভ যুক্তি তর্কের আমি ধার ধারি না, নিজে যেটা ভাল মনে করি সেটাই সবাইকে রিকমেন্ড করি। আমি বিশ্বাস করি বেশি জ্ঞান নিয়া কম্পিউটার কিনতে গেলে তা না কিনতে পারারই সম্ভাবনা বেশি, দেখা যাবে মাসের পর মাস খালি গবেষণাই করা হচ্ছে। যাই হোক, এই সাদামাটা লেখাটা যদি কারো সামান্য উপকারে আসে, তাতেই আমি সার্থক। ধন্যবাদ।
পরের পর্বের লিংকঃ কম্পিউটার কিনবেন? তাহলে এই লেখা আপনার জন্য - ২য় পর্ব - মাদারবোর্ড ( সাদামাটা বেসিক লেভেল আলোচনা)
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৩০