২১. দূরে থাকো তবু যেন নয়ন সম্মুখে
ছায়া হয়ে সাথে চলো নিঃশব্দ অলক্ষ্যে।।
২২. দুর দেশের ঐ চাঁদের বুড়ি
কোথায় চলিস ভেসে?
মোর পিয়া’রে বলনা গিয়ে,
আমায় যেন ভুলেনা সে!
২৩. তোমার জন্য পাড়ি দিলাম
সাত সমুদ্র,তেপান্তর
গহীন অরন্য মন্থন করে নিয়ে এলাম
গজ-মতির হার।
সুমাত্রা-সিংহল খুঁজিয়া এনেছি
তোমার স্বপ্নের ঠিকানা,
তবু তুমি আমার হলেনা!
২৪. তোমায় নিয়ে পাড়ি দেব, সাত সমুদ্র তেপান্তর
যেথায় শুধু তুমি-আমি, কাটবে সুখের প্রহর!
২৫. আমার যেতে ইচ্ছে করে পাখীর ডানায় উড়ে,
যেথায় আমার ছোট্টবেলার মধুর স্মৃতি ঘিরে
কোথায় আমার খেলার সাথীরা,
কোথা সে আম্রকানন?
স্মৃতির অলিন্দে খুঁজে ফিরি শুধু, বৃথাই অন্বেষণ!
২৬. আজও যখন বৃষ্টিভেজা বিকালে
গুমোট মেঘের আছন্ন প্রকৃতির মাঝে
নিরবে বসে থাকি, কাঁচের জানালার ধারে
দিগন্ত পানে চেয়ে উদাস নয়নে;
তোমাকেই মনে পড়ে।।
২৭. বাস্তব জীবনের নিষ্ঠুর কষাঘাতে
আবেগকে দিই জলাঞ্জলি, নিভৃতে
অনুভুতিরা সব মাথা ঠুকে মরে
দৈন্যের কঠিন দুয়ারে।।
২৮. সুখ পাখিটার খোঁজে
ঘুরি দেশ-দেশান্তর,
একটাই আশা মনের কোনে
যদি পাই দেখা তার!
২৯. জীবন সায়াহ্নের ক্ষনে
যদিবা বন্ধু করো মোরে মনে;
আসিও হেথা নীপবনে
গাহিব শেষের গান, মোরা দুজনে।
উদাসী বাতাস দুলে
ছুঁয়ে যাবে এলোচুলে
পড়বে মনে কি তোমার
পুরনো স্মৃতি ভুলে?
৩০. আজ থেকে বহু বর্ষ পরে
যদিবা দেখা হয়ে যায় তার সনে,
থামবে কি হৃদস্পন্দন ক্ষনিকের তরে,
তবে কি সে মোরে, রেখেছে মনে?
(চলবে-->)
ভাল লাগলে / আরো পড়তে চাইলে অনুগ্রহ করে ভিজিট করুন:
http://sopnilkhan.webs.com/
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:০২