চোখের ভেতর মায়ার শহর যেন এক
শহরের দিগন্ত ছোঁয়া পিচপথ বিহরনে একাকীত্বের সঙ্গসখা তুমি
নিয়নজ্বলা আধো আলোয় তোমার ভেতর ডুবে তোমায় খুঁজে ফিরি
মরীচিকার নেশার ঘোরে মাতাল চোখে বুঁদ হয়ে চেয়ে থাকি
তোমার চোখ হয়ে ওঠে মুগ্ধমনা প্রিয় সিনেমার চিত্রধ্বনি
ওলট পালট ঘূর্ণিঝড়ে ডাল ভেঙে যায় শেকড় ছেঁড়ে বুকের ভেতর
কচি পাতার নাচন চলে মন উঠোনে
কলরবের মর্মার্থে বুঝে উঠি
ইহাই প্রেম উপভোগের উপযুক্ত উপশহর
অনন্ত সমুদ্রকেন্দ্রে যেন এক সতেজ সবুজ স্বপ্নদ্বীপের হাতছানি
১৭ মে ২০১৬”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ রাত ১১:১৭