আমি আজ নষ্টদের ভিড়ে ভিড় করেছি
নিজের নামের শেষে লিখেছি অভাগা,
বালিকা, তোমার প্রেমে পড়াটাই ছিল আমার বড় সর্বনাশ।
এখানে, এই বিভৎস সব মানুষেদের মাঝে
আমি আর গান গাইতে পারিনা
আমি আর আমার প্রেমের কবিতা গুলো বড়ই কষ্টে আছি,
বালিকা, আমি আর আমি নেই আগের মত
তুমি ছেড়ে যাবার পরে, কোন নারীর স্তনযুক্তায়
তোমার ঘ্রাণ আর খুঁজে পাইনাগো।
তোমার সুখেরা আমার কাছে চৌরাস্তার লাল সিগনাল,
আমাকে বলে, "থামো,
আর কতদূর যাবে? এখানেই তোমার যবনিকার শুরু।",
আমার আকুতি, আমার মিনতি
আজ সবই শুধু পাপের বোঝা বাড়িয়ে চলে;
তোমার যোনিদেশে যে সুবাস পেয়েছিলাম
তা আর অন্য নারীতে পাইনা আমি,
তুমি কি জানো? আর সবার সেখানে শুধু পঁচা মাংসের গন্ধ।
আমি বাঁচতে চাই বালিকা, আমি বাঁচতে চাই
তোমার হাতে হাত না রেখে
শুধু চোখের দিকে চেয়ে
আমি আর একটিবার বাঁচতে চাই।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১৯