আলোর বিচ্ছুরণ
আমি এক আলোর বিচ্ছুরণ দেখেছি,সে আলো সূর্যের নয়,
যার তিক্ষ্ণ রশ্মীর নেক নজর কখনও পৃথিবীকে করে রুপে উজ্বালা,
বিস্তীর্ণ সবুজ প্রান্তর সুজলা সূফলা,
প্রাণীকুল উতলা দিবা কর্র্মে হয় চির চন্চল ।
কখনও বা তার প্রতিহিংস্র চাহনির তেজস্ক্রীয়াই ফেটে চৌচির যামিন,
গলধঘর্মে নাভিশ্বাষ উঠে,বাকরুদ্ধ কর্মপরিশ্রান্ত তৃষিত রিদয়, ... বাকিটুকু পড়ুন
