ক্ষুধা
তাহমিনা আফরোজ সোনিয়া
একটা কবিতা দিবে?
খাবো!
না হয় কিছু ছন্দময় লাইন
তৃষ্ণা মেটাবো!
কাব্যের পিপাশায় অভুক্ত কাতর আমি আজ
নতুন একটা কবিতা দিবে লিখে?
খাবো!
জানতে চাই না তুমি রুন্দ্র সেলি সামসুর না নিরমলেন্দ্র
তুমি আমার কবি, তুমিই নজরুল- মধুসুধন-রবীন্দ্র
নয়ত কায়কোবাদ হয়ত জসীমউদ্দীন অথবা সুকান্ত।
দিবে একটা কবিতা লিখে,
নয়ত কয়েকটি লাইন,
এক চিমটি লবনের মত স্বাদ এনে দিবে!
খাবো!
মন ভোলানো রঙ্গ চোঙ্গানো ইন্টেরিয়ারে
ইতালিয়ান থাই চায়নিজ তকমা ঝুলানো
দাঁত ভাঙ্গা নাম আর ভ্যাট জড়ানো মেন্যুর
স্টাইলিস প্রেজেন্টেশনে
অখাদ্য নয়, আমাকে কবিতা দাও
আমি খাবো!
নানি বাড়ির তেলের পিঠা নয়, দাদির দুধ চিতই নয়!
মায়ের হাতের মধু নয়
শুধু একটা কবিতা!
দিবে? - খাবো!
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮