ও গানওয়ালা আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।।
ছেলেবেলার সেই, ছেলেবেলার সেই
বেহালা বাজানো লোকটা, চলে গেছে বেহালা নিয়ে
চলে গেছে গান শুনিয়ে।।
এই পালটানো সময়ে, এই পালটানো সময়ে
সে ফিরবে কি ফিরবে না জানা নেই..
ও গানওয়ালা আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই
কৈশোর শেষ হওয়া, কৈশোর শেষ হওয়া
রঙ চঙ্গে স্বপ্নের দিন
চলে গেছে রঙ হারিয়ে, চলে গেছে মুখ ফিরিয়ে
এই ফাটাকাবাজির দেশে , এই ফাটাকাবাজির দেশে
স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই...
ও গানওয়ালা আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।।
শিল্পীঃ কবির সুমন
অ্যালবামঃ গানওয়ালা
সুরকারঃ কবির সুমন
গীতিকারঃ কবির সুমন
বছরঃ ১৯৯৪
ব্লগার মামুন রশিদ ভাইয়ার পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।