যখন আমি থাকবো নাকো
আমায় রেখো মনে
ও বন্ধু ওগো আমায় খুঁজো সুরের আলাপনে।।
বেজে বেজে বাঁশি থেমে যাবে জানি
ভেঙ্গে যাবে খেলা ঘর, ভেঙ্গে যাবে খেলা ঘর
ঢেউয়ে ঢেউয়ে নদী বয়ে যাবে দূরে
পড়ে রবে বালুচর
পথহারা পাখি পথ খুঁজে খুঁজে।
ক্লান্ত নিরজনে।।
যখন আমি থাকবো নাকো
আমায় রেখো মনে।
শ্রাবণের ধারা ঝরে যাবে চোখে
অভিমানে কত কাল।
বুক ভরা আশা ভীরু ভালবাসা
পাবে না তো অধিকার
তোমাদের-ই সুখে সুখি হতে আমি
চেয়েছি জীবনে।।
যখন আমি থাকবো নাকো
আমায় রেখো মনে
ও বন্ধু ওগো আমায় খুঁজো সুরের আলাপনে।।
শিল্পীঃ রুনা লায়লা
সুরকারঃ সুবল দাস
গীতিকারঃ মাসুদ করিম