অভিমানে নয় কিছুটা অভিযোগ নিয়ে,
অন্য কিছু নয় শুধু তোমাকে শুধাই,
কতটা এই আমায় আশা হত করে
তুমি সুখ খুজে পাও আনমনে,……
নীরবে কত অশ্রু বিনিময়
তোমার অমন হৃদয় ফিরে পাবে চেতনায় ,
কত আত্মত্যাগের বিনিময়
তোমার অতৃপ্ততা অবসান হয়ে যায়।
জানিনা কি অভিরুচির বশে
দূরে চলে যাও তুমি অন্তহীন পথে,
যন্ত্রণা কেন সঙ্গী হয়ে রয়
এই আমায় ঘিরে অশুভ প্রহর হয়ে।
সঙ্গিনী তুমি কি তবু সুখী আনমনে
নীরবে কত অশ্রু বিনিময়
তোমার অমন হৃদয় ফিরে পাবে চেতনায় ,
কত আত্মত্যাগের বিনিময়
তোমার অতৃপ্ততা অবসান হয়ে যায়।
শিল্পীঃ হাসান /আর্ক
অ্যালবামঃ জন্মভুমি
সুরকারঃ আর্ক*
গীতিকারঃ হাসান*
বছরঃ ১৯৯৮
ব্লগার আদম_ ভাইয়ের অনেক পছন্দের গান।
*তথ্যের সত্যতা যাচাই করা যাইনি।