অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছো চলে
যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়
রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে
তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে
আমি রয়েছি তোমার অপেক্ষায়……
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।
কিছু পুরোনো গান
কিছু পুরোনো ছবির অ্যালবাম
এসবই আমার সাথী হয়ে রয়
কাকডাকা ভোরে
যখন সূর্য ঢুকে ঘরে
কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়
আমার এই জগত বড় আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয়
মৃত্যুই কি শ্রেয় নয়
আমি রয়েছি তোমার অপেক্ষায়
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।
আমার সব গান ধূলোয় মিশে যেতে চায়
অস্তিত্বের প্রয়োজনে
চাই তোমাকে এখানে
আমি রয়েছি তোমার অপেক্ষায়
নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।
শিল্পীঃ আহমেদ সাদ
ব্যান্ডঃ পেপার রাইম
এ্যালবামঃ পেপার রাইম
সুরকারঃ তানভীর জামান
গীতিকারঃ তানভীর জামান
বছরঃ ১৯৯৬
ব্লগার হাসান মাহবুব ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।
হাসান মাহবুব বলেছেন: এই গানটা একটি ট্রাজেডির সাথে সম্পৃক্ত। এই গানের গীতিকার একটা মেয়েকে ভালোবাসতো। তাকে নিয়েই এই গানটা লিখেছিলো। পরবর্তীতে সে আত্মহত্যা করে বিচ্ছেদের বেদনা না সইতে পেরে।
অঘটনঘটনপটীয়সী বলেছেন: এই গানটা নিয়ে অনেক বিতর্ক আছে। এই গানটার একটা ভার্সন আছে জাস্ট গিটারে গাওয়া। অনেকে বলে ওই গানটা নাকি ছেলেটা তার গার্লফ্রেন্ডের জন্য গেয়ে রেকর্ড করে এবং তার পর পরই সুইসাইড করে। কিন্তু ঘটনাটা সত্য না। আমার ধারনা হামা ভাই যেটা বললেন সেই ঘটনাই মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে বদলে গিয়েছে। আর যেহেতু ওই ভার্সনটার গায়ক কে তা কেউ বলতে পারে না, তাই ঘটনাটা সবাই সত্যি মনে করে।