আমার সারাদেহ খেয়ো গো মাটি
এই চোখ দুটি মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে
আমি এই না ঘরে থাকতে একা
পারবো নারে পারবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
শিল্পীঃ এন্ড্রু কিশোর
অ্যালবামঃ নয়নের আলো
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
বছরঃ ১৯৮৪
আমার সারাদেহ খেও গো মাটি: আমার সারা দেহ খেও গো মাটি, ওই চোখ দুটো মাটি খেওনা -গানটি বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ ছবির। গানের শিল্পী এন্ড্রু কিশোর। গানের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। অভিনয় করেছেন জাফর ইকবাল। ‘নয়নের আলো’ ১৯৮৪ সালে মুক্তি পায়। (ইন্টারনেট)