সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী ।
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি ।
চলে গেছো কিছুতো বলে যাও নি
পিছুতো ফিরে চাও নি
আমিও পিছু ডাকিনি
বাধা হয়ে বাঁধি…
ভুলে আছো কখনো মনে করো নি
দু’ফোটা জলও ফেলো নি
আমি তো ভুলে থাকিনি
রাখি খুলে রাখিনি।
সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি।
শিল্পীঃ জাফর ইকবাল
সুরকারঃ আলাউদ্দিন আলী*/ কাজী ফারুক বাবুল*
গীতিকারঃ আলাউদ্দিন আলী*/ কাজী ফারুক বাবুল*
আপডেট- ০৬/০৮/২০১৪
ব্লগার নস্টালজিক তথ্য গুলি দিয়েছেন।
*তথ্যের সত্যতা যাচাই করা যাইনি
ফজলে এলাহী পাপ্পু (কবি ও কাব্য ) ভাইয়া বলেছেন কাজী ফারুক বাবুল হতে পারে- *তথ্যের সত্যতা যাচাই করা যাইনি
আমি জানতে চাই গানটি সুর করেছেন ও লিখেছেন কে? এটা কি কোন মুভির গান?
আমার বড় ভাইয়া বল্ল এটা জাফর ইকবাল এর নিজের লেখা ও সুর করা গান ববিতার সাথে দূরত্ব হবার পর এই গানটি বিটিভিতে তিনি গান। এটা কোন সিনেমার গান নয়। তবে এই তথ্যের কোন সত্যতা তিনি দিতে পারছেন না।