আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই, সকলেরভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই।
যদি চারদেয়ালের মাঝে কাটে সারা জীবন
তাহলে থাকবো, শুধু বোঝা হয়ে
শিক্ষা আমায় মুক্তি দেবে,
মুক্তি দেবে...
আমি তো কালকের খুশি আর আশা
আমারও তো সাধ আছে, আছে অভিলাষা
ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে...
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই, সকলেরভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই।
শিল্পীঃ টীনা সানী/ সুষমা শ্রেষ্টা
এ্যালবামঃ মীনা কার্টুন বাংলা
সুরকারঃ রাজীব কেঁকরা/ ধীরাজ/ রঘুনাথ
গীতিকারঃ ফারুক কায়সার/ আশরাফ মাহমুদ
মীনা কন্ঠঃ ফারজানা চৌধুরী শম্পা
মিঠুঃ কামাল আহসান বিপুল
কেউ বলে এই গানটি টীনা সানী গেয়েছেন, কেউ বলে সুষমা শ্রেষ্টা গেয়েছেন, তবে সুষমা শ্রেষ্টা বাচ্চাদের গান গেয়ে থাকেন। সুরকার তিন জনের কেউ একজন।
ব্লগার তূর্য হাসান ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।