বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূঁড়ার রঙে এঁকেছি তোমায়
মুছনা তুমি তারে সুখেরি ছোঁয়ায়
সাজিয়ে রেখো মনের মণি কোঠায়
মনে পড়ে যায়
প্রশ্নহীনা জোসনা ধোঁয়া রাতে কথোপকথন
চোখের ভাষায় হত যত আগামী দিনের স্বপ্নের আলাপন
কি ভুল করেছি আমি আমারি ভুলে
প্রতি নিরবতায় আমাকে পোড়ায়
আমার যত অপূর্ণতা
পারিনি বোঝাতে আমি পারিনি তোমায়
ভুলের মাশুল দিতে গিয়ে জীবন ভরে থাকে বিষন্নতায়
হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার
কি ছিলে আমার তুমি বোঝানো না যায়
বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূঁড়ার রঙে এঁকেছি তোমায়
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
এ্যালবামঃ দাগ থেকে যায়
সুরকারঃ প্রিন্স মাহমুদ
গীতিকারঃ প্রিন্স মাহমুদ
বছরঃ ১৯৯৯
গান টি প্রিন্স মাহমুদও গেয়েছিলেন কোন এক সময়।