আমার প্রেমের তরী বইয়া চলে
প্রেমের বৈঠা ধইরা
যারে নাইয়া, যেদিক খুশি, পিরীতের পাল তুইলা
ও হো হো হো………।
আমার মন মানষী বইসা আছে প্রেমের বৈঠা ধইরা
যারে নাইয়া, যেদিক খুশি, পিরীতের পাল তুইলা
ও হো হো হো………।
বাঁশরীয়া ছাড়া বাঁশি সুর ধরে না
তুমি আমার মনের বাঁশি, আমি বাঁশরীয়া।
ও হো হো হো………।।
ঐ না আকাশ কোলে যেমন মেঘ উইড়া যায়
তেমনি তোমার মন পিঞ্জরায় দোলাইও আমায়
ও হো হো হো………।।
ফেরদৌস ওয়াহিদ & সাবিনা ইয়াসমিন
শিল্পীঃ ফেরদৌস ওয়াহিদ
অ্যালবামঃ মহেশখালীর বাঁকে
সুরকারঃ আলম খান
গীতিকারঃ মুকুল চৌধুরী
বছরঃ ১৯৭৮
মহেশ খালির বাঁকে সিনেমাটি তে ফেরদৌস ওয়াহিদ ও সাবিনা ইয়াসমিন গানটি গেয়েছিলেন। ১৯৭৮ সালে সিনেমাটি মুক্তি পায়।
অভিনয়ে ছিলেন - উজ্বল, ওয়াসিম, নতুন, সুচরিতা।
পরিচালনায় ছিলেন - শামসুদ্দিন ঠাকুর।
যেহেতু আমার পোস্টের প্রান সামুর ব্লগারা সেহেতু আমার চেষ্টা থাকবে তাদের পছন্দের তালিকা অনুযায়ী গান পোস্ট করবার।
ব্লগার এহসান সাবির ও আমিনুর রহমান ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।