হেইয়াহো।
হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়াহো।
হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়াহো।
হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়াহো।
হেইয়াহো।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না
আইতাছে ভাইঙ্গা এত বড় ঢেউ
সারা বাংলাদেশ জানলো মাঝি
তুই তো জানলি না রে।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না
আইতাছে ভাইঙ্গা এত বড় ঢেউ
সারা বাংলাদেশ জানলো মাঝি
তুই তো জানলি না রে।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না।
পইড়া খবর পত্রিকাতে
বুক ভাইসা যায় চোখের জলে
দেখতাছি যে টেলিভিশনে
ভাইসা গেছে সাগর জলে
কুকুর গরু বাছুরের মাঝে উলঙ্গ তোর দেহ খানা।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না
আইতাছে ভাইঙ্গা এত বড় ঢেউ
সারা বাংলাদেশ জানলো মাঝি
তুই তো জানলি না রে।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না।
দেইখা ভীষণ অবাক লাগে
বড় মানুষ বড় মুখে
তারাই নাকি বড় হোটেলে
তোর কারনেই তোরই দুঃখে
সারা রাত্রি ডিস্কো নাইচ্চা
টোকাইতাছে টাকা আনা।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না
আইতাছে ভাইঙ্গা এত বড় ঢেউ
সারা বাংলাদেশ জানলো মাঝি
তুই তো জানলি না রে।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না।
তোর লাশেরে নিয়া সবে
লোক দেখাইয়া কাইন্দা মরে
এক সাধারণ শিল্পী হইয়া
দুঃখ জানাই কেমন কইরা
গানের সুরে চোখের জলে শোধ হয় কি দুঃখের দেনা?
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না
আইতাছে ভাইঙ্গা এত বড় ঢেউ
সারা বাংলাদেশ জানলো মাঝি
তুই তো জানলি না রে।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না
আইতাছে ভাইঙ্গা এত বড় ঢেউ
সারা বাংলাদেশ জানলো মাঝি
তুই তো জানলি না রে।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না।
হেইয়াহো।
হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়াহো।
হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়াহো।
হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়াহো।
হেইয়াহো।
শিল্পীঃ মাকসুদুল হক
অ্যালবামঃ জোয়ার
সুরকারঃ মাকসুদুল হক
গীতিকারঃ মাকসুদুল হক
বছরঃ ১৯৯২
ব্যান্ডঃ ফিডব্যাক
গানটি নাম কেউ বলে মাঝি-৮৮, আবার কেউ বলে মাঝি-৯১, কেউ সঠিক তথ্য জানলে জানবেন।