কোনবা দোষে আইলো পিরিত আমার অন্তরে
সব কিছু হায় উলটে গেল তারই মন্তরে
আমার কি হইলে কি হইয়া গেল
আমার কি হইলে কি হইয়া গেল গো
তুষের আগুন বুকে শুধু জ্বলে
বন্ধুরা যে পাগল আমায় বলে
দিনের বেলায় দেখি চাঁদের আলো
কোন কিছুই লাগে না যে ভাল
আমার কি হইলে কি হইয়া গেল
আমার কি হইলে কি হইয়া গেল গো।।
নীবর ক্ষণে শুধুই আমি ভাবি
হারালো কী আমার মনের চাবি
জ্যোছনা রাতে মনটা শুধু কাঁদে
পা বাড়ালাম এ কোন নতুন ফাঁদে
আমার কি হইলে কি হইয়া গেল
আমার কি হইলে কি হইয়া গেল গো
শিল্পীঃ শেখ ইশতিয়াক
সুরকারঃ মাকসুদ জামিল মিন্টু
গীতিকারঃ আব্দুল হাই আল হাদী