সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সে যে বসে আছে … সে যে বসে আছে
সে যে বসে আছে … সে যে বসে আছে
নাটক
শিল্পীঃ শায়ান চৌধুরী অর্ণব
সুরকারঃ শায়ান চৌধুরী অর্ণব
গীতিকারঃ সাহানা বাজপেয়ী
নাটকঃ অফবিট -২০০৪
অ্যালবামঃ চাইনা ভাবিস- ২০০৫
সে যে বসে আছে (ইংরেজি: She Je Boshe Ache), শাহানা বাজপেয়ী রচিত এবং শায়ান চৌধুরী অর্ণবের গাওয়া একটি জনপ্রিয় বাংলা গান। ২০০৪ সালে অফবিট নামের একটি বাংলা টেলিভিশন নাটকের শিরোনাম সংগীত হিসেবে এটি সর্বপ্রথম প্রকাশিত হয়। এই গানের সুর এবং সঙ্গীতায়জন করেছেন অর্ণব। পরবর্তিতে চাইনা ভাবিস, অর্ণবের প্রথম একক এ্যালবামে গানটি অন্তভুক্ত হয়। (ইন্টারনেট)