পুরষ কন্ঠ
ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা
তুই আমারে,তুই আমারে
তুই আমারে করলি দিওয়ানা রে সাম্পানওয়ালা..
দেইখা রে তোর মুখের হাসি,
আমার মন হইলো উদাসী
ঘরে থাকতে,ঘরে থাকতে
ঘরে থাকতে আমি পারিনা ও রুপসুন্দরি
তুই আমারে করলি দিওয়ানা
ওরে রুপ সুন্দরি তুই আমারে করলি দিওয়ানা
আহা কি রুপ মরি মরি,
লাগে যেন স্বর্গের পরী
না দেখলে রুপ,না দেখলে রুপ
না দেখলে রুপ প্রাণ তো বাঁচেনা
ও রুপসুন্দরি তুই আমারে করলি দিওয়ানা
নারী কন্ঠ
ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা
তুই আমারে,তুই আমারে
তুই আমারে করলি দিওয়ানা রে সাম্পানওয়ালা..
সাম্পানওয়ালার বাবরী চুল,
কাইড়া নিলো জাতি কুল
তুই বিনে মোর,তুই বিনে মোর
তুই বিনে মোর পরাণ বাঁচেনা রে সাম্পানওয়ালা
নদীর ঐ পাড় বন্ধুর বাড়ি,
বিচ্ছেদ জ্বালা সইতে নারি
তুই বিনে মোর,তুই বিনে মোর
তুই বিনে মোর ঘুম তো আসেনা রে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
পবন দাশ বাউল
শেফালী ঘোষ
শিল্পীঃ পবন দাশ বাউল/ শেফালী ঘোষ
সুরকারঃ মোহন লাল দাশ
গীতিকারঃ মোহন লাল দাশ