মায়াবী এ রাতে
দু’জনে বিজনে
মুখোমুখি বসে রবো
নীরবে নিভৃতে নয়নে নয়নে
চুপি চুপি কথা কবো ।
দখিনা যেনো শুধু বলে যায়
তোমারই আসার কথা বলে যায়
মায়াবী এ রাতে দু’জনে বিজনে মুখোমুখি বসে রবো
নীরবে নিভৃতে নয়নে নয়নে চুপি চুপি কথা কবো ।
জড়িয়ে আছো তুমি
হৃদয়ে আমার
মাধবী লতার মতো
স্বপ্ন সুখে
আমি যে মিশে আছি
জীবনে তোমার
পাহাড়ী নদী হয়ে সাগর বুকে
মায়াবী এ রাতে দু’জনে বিজনে মুখোমুখি বসে রবো
নীরবে নিভৃতে নয়নে নয়নে চুপি চুপি কথা কবো ।
একাকী পথ চলা
হলো সারা
তুমি যে দিলে ধরা
কাছে এসে
কত না অনুরাগে
এ ভীরু হৃদয়
তোমারই মোহনাতে
গেছে মিশে
মায়াবী এ রাতে দু’জনে বিজনে মুখোমুখি বসে রবো
নীরবে নিভৃতে নয়নে নয়নে চুপি চুপি কথা কবো ।
দখিনা যেনো শুধু বলে যায়
তোমারই আসার কথা বলে যায়
মায়াবী এ রাতে দু’জনে বিজনে মুখোমুখি বসে রবো
নীরবে নিভৃতে নয়নে নয়নে চুপি চুপি কথা কবো ।
শিল্পীঃ সুমনা হক
সুরকারঃ ফুয়াদ নাসের বাবু
গীতিকারঃ খালেদা এদিব চৌধুরী
বছরঃ ১৯৯০