শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে।
তোমার গফুর মহেশ এখন কোথায় কেমন আছে
তুমি জান না
হারিয়ে গেছে কোথায় কখন তোমার আমিনা
শরৎবাবু এ চিঠি পাবে কিনা জানি না আমি
এ চিঠি পাবে কিনা জানি না।।
গেল বছর বন্যা হল এ বছরে খরা
ক্ষেতের ফসল ভাসিয়ে নিল মাঠ শুকিয়ে মরা।
এক মুঠো ঘাস পায় না মহেশ দুঃখ ঘোছে না
তুমি জান না
শরৎবাবু এ চিঠি পাবে কিনা জানি না।।
বর্গীরা আজ দেয় না হানা কেইকো জমিদার
তবু কেন এ দেশ জুড়ে নিত্য হাহাকার।
জেনেছো দেশতো স্বাধীন আছে ওরা বেশ
তোমার গফুর আমিনা আর তোমারই মহেশ।
এক মুঠো ভাত খায় না পেতে গফুর আমিনা
তুমি জান না
শরৎবাবু এ চিঠি পাবে কিনা জানি না আমি
এ চিঠি পাবে কিনা জানি না
শিল্পীঃ ভূপেন হাজারিকা
সুরকারঃ ভুপেন হাজারিকা
গীতিকারঃ ভুপেন হাজারিকা