লেগেছে বাঙালীর ঘরে ঘরে
একি মাতনদোলা
লেগেছে সুরেরই তালে তালে
হৃদয় মাতনদোলা
বছর ঘুরে এল আরেক প্রভাতী ফিরে এল
সুরেরই মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি........
মেলায় যাইরে...মেলায় যাইরে...মেলায় যাইরে...মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেঁটে যায়
মেলায় যাইরে...মেলায় যাইরে...মেলায় যাইরে...মেলায় যাইরে
বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাইরে...মেলায় যাইরে...মেলায় যাইরে...মেলায় যাইরে
লেগেছে রমনীর খোঁপাতে
বেলী ফুলের মালা
বিদেশী সুগন্ধি মেখে আজ
প্রেমের কথা বলা
রমনা বটমুলে গান থেমে গেলে
প্রখর রোদে এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙের মেলায়
এ বুঝি বৈশাখ এল বলেই........
মেলায় যাইরে...মেলায় যাইরে...মেলায় যাইরে...মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেঁটে যায়
মেলায় যাইরে...মেলায় যাইরে...মেলায় যাইরে...মেলায় যাইরে
বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাইরে...মেলায় যাইরে...মেলায় যাইরে...মেলায় যাইরে...
কথাঃ মাকসুদুল হক
কন্ঠঃ মাকসুদুল হক
ব্যান্ডঃ ফিডব্যাক
অ্যালবামঃ মেলা