সরবিঁন্দু অবন্তির দেখা হয়ে ছিল
সহসা পলাশ তলে। রাঙ্গা ফুল প্রতি
টান ছিল বালিকার, এসে দেখে প্রীতি
সেথা আছে, সাথে তার নিকট আত্মীয়।
অবন্তির প্রতি সর দৃষ্টি পড়ে গেল
অপলক চেয়ে থেকে বলে মহামতি
গোপনে প্রীতির কানে, কি রূপের জ্যোতি
ভাল হতো আমি হলে বালিকার প্রিয়।
ইচ্ছা হয়েছে বাস্তব! হৃদয়ের বাঁকে
ক্রমে ক্রমে বেড়ে উঠে প্রীতি ফুল চারা
প্রীতিময় পরিবেশে সময়ের ফাঁকে।
অবশেষে এক দিন জুটি বাঁধে তারা
সরবিঁন্দু অবন্তির সম্পর্ক সুঘ্রাণ
স্বপ্নময় করে তোলে দু’জনের প্রাণ।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬