ঝড় থেমেছে এখন দেখছে সবাই
কার কি হয়েছে ক্ষতি।রানুর পেয়ারা
গাছটা ভেঙ্গে হয়েছে এক্কেবারে সারা
সেজন্য সে কেঁদে কেটে অশ্রুজলে ভাসে।
রুপম দেখছে তার প্রিয় জলপাই
গাছটা এখন শুয়ে করছে ইশারা
আসতে সে তার কাছে। আহারে বেচারা
গড়াগড়ি খায় যেন শ্যামলিমা ঘাসে।
বুকফাটা আর্তনাদে হারায়ে স্বজন
রানু ও রুপম কাঁদে।ঝড়ের দাপটে
হারাল দুটি শিশুর দু’বৃক্ষ আপন।
জীবনে এভাবে কত দূর্ঘটনা ঘটে
কত কিছু এভাবেই কেড়ে নিয়ে যায়
যাতে সব অসহায় করে হায় হায়।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১