কুয়াশা চাদর গায়ে শীত বুড়ি আসে
লোকে তার ইশারায় কাঁপে থর থর
অনেকের ডরে ভয়ে গায়ে আসে জ্বর
কেউতো পালায় ছুটে শীতের তাড়নে।
কম্বলেরে এসময় লোকে ভালবাসে
বল কম হলেও যে রাতের প্রহর
নরম কম্বল হয় নিত্য সহচর
থাকে এর ভালবাসা সকলের মনে।
দরিদ্র মানুষদের আগুন বান্ধব
হাঁড় কাঁপানো শীতের প্রকোপে সবাই
আগুন পোহাতে বসে যতটা সম্ভব।
শীতের সবজি শাকে কত্ত স্বাদ পাই
রাতে জমে কলসিতে খেজুরের রস
তাতে হয় মজাদার পায়েস সরস।
উৎসর্গঃ সুপ্রিয় হাবীব স্যার
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩০