একরাশ নীলিমায় আকাশ মুড়ানো
নিকটে সাজানো দেখি সাত রঙ্গা পূব
দেখতে সবাই তারা মনোরমা খুব
দৃষ্টিরা ওদের দিকে ছুটে একা একা।
মনটা অনেক আজ মুগ্ধতা জড়ানো
সাদা মেঘের কুয়োয় চাঁদ খায় চুব
ক্ষণিক সময় অন্তে দিতে থাকে ডুব
চাঁদনী তখন নীচে দৃষ্টি তলে ঠেঁকা।
সাতের মধ্যে সপ্তম আছে জোছনায়
তার কারণেই আজ সুন্দর সর্বত্র
একটা কথা বলতে আজ মন চায়।
তাকে পাঠাতে পারি কি একখানি পত্র?
সাহস আকাশে উঠে হারায় সাগরে
হলোনা এখনো বলা ভালবাসি তারে।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪