নিরন্ন মানুষগুলো ক্ষুধায় কাতর
নিরস্ত্র মানব মনে আত্মরক্ষা ভয়
এপৃথিবী যেন কোন দূর্বলের নয়
তাদের আশ্রয় মিলে মিতৃকার তলে।
বিবেক উপরে চাপা রিপুর পাথর
দুরাচার মনে বাড়ে লোভের সঞ্চয়
পরস্ব হরণে তারা হয় নির্দয়
সকলে পরাস্ত হয় তাদের কৌশলে।
কেউ গড়ে অকাতরে ধনের পাহাড়
মানুষ বিস্ময়ে দেখে সম্পদের স্তুপ
কেউ খেয়ে বারে বারে তাদের আছাড়
হতবাক হয়ে থাকে একদম চুপ।
নিরন্তর ব্যাস্ত থেকে সম্পদ লুন্ঠনে
তথাপি আসে না তৃপ্তি রাক্ষসের মনে।
বিঃদ্রঃ কবিতার নাম দিয়েছে আমার গিন্নী।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮