সত্য কার কথা?
কোথা হতে আগমন যেতে হবে কোথা
মানুষের জীবনেতে কে বড় আপন
এরপর কোথা হবে জীবন যাপন
জেনে নিতে হবে সব ঠিকানা নিজের।
এপার ওপার নিয়ে সত্য কার কথা?
সত্য বোধগম্যতায় দাও কায়মন
অবিবেকে শক্তভাবে করবে দমন
ভাবনা মাথায় রাখ আগামী দিনের।
তোমার নিজের সব মঙ্গলের দায়
তোমাকেই নিতে হবে।অমঙ্গল হলে
অবশ্য ভুগবে তুমি পড়ে যন্ত্রণায়।
কে কোথায় কখন কি কথা বলে চলে
সব কিছু ঠিকঠাক করে অনুভব
সত্যের সন্ধান কর যতটা সম্ভব।
সম্পর্কের গাড়ি
তোমার পাপিয়া ডাকে আমার বিড়াল
যার যেটা ভাল লাগে। কেন অপমান
কর পর পছন্দের না করে সম্মান
খুব বেশী ঝামেলার সে সব না হলে?
অযথা একলা কেন? এ রাঙ্গা বিকাল
ক্রমে যায় শেষ হয়ে, অন্তরের টান
ফুরিয়ে কোথায় গেল? দেব অফুরান
প্রেম কাছাকাছি বসে, এসনা তাহলে!
টুকটাক মনবাদ মেনেনিতে হয়
মনে রেখে দিতে হয় ভালবাসা সব
ঝগড়া সেতো সর্বদা ভুলতেই হয়।
দু’জন দু’জনে করে অনুভব
যেতে হয় জীবনের পথ দিয়ে পাড়ি
সর্বদা সচল রেখে সম্পর্কের গাড়ি।
ওপার চিন্তা
বিপদ এমন আসে খবর না দিয়ে
কখন যে কারে ডাকে নতুন কবর
থাকেনা এমন কারো কোনই খবর
মরন কখন তারে সাথে নিয়ে যাবে।
বেঁচে থাকে মানুষেরা মৃত্যু চিন্তা নিয়ে
দুনিয়ার ভাবনার কে কাটে যাবর
মাথায় কি জমে আছে অনেক গোবর?
ভেবে কি দেখেছ কিছু ওপারে কি পাবে?
দেখনা হিসেব করে কি আছে সম্বল
পরপার জন্যে কিছু সময়তো দাও
নতুবা ওপারে খুব থাকবে দূর্বল।
দুনিয়ার লোভেপড়ে সম্মুখেতে যাও
পরপার জন্য জমা তোমার কি আছে?
পরখ করেই দেখ আছে কি হে কাছে?
ক্ষতির আনন্দ
মূল্যবান সময়ের ছেড়ে অপচয়
আল্লাহর কুদরত ভাব বসে বসে
মন থেকে ভ্রান্তিগুলো পড়ে যাক খসে
হেদায়েত পেয়ে যাবে আল্লাহর দানে।
আল্লাহর কাজে যারা কাটায় সময়
যদি কেউ সে মহানে খুব ভালবেসে
ডাকে তাঁকে খুশীমনে তাঁর পথে এসে
এপথ কেমন লাগে তারা সব জানে।
ভ্রান্তিতেতো শান্তি নেই ভ্রান্তি ছেড়ে দেখ
আল্লাহর পথে পাবে শান্তি অনুপম
যদি সে শান্তির কথা ঠিকঠাক শিখ।
অযথা নাচলে তুলে পাপের পেখম
পরপার জন্য এটা হয়ে যায় মন্দ
পূণ্যবান জানে এটা ক্ষতির আনন্দ।
বিঃদ্রঃ বিজয় দিবস ২০১৮ তে পূর্ণ হলো আমার হাজার সনেট।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২