ঊনিশশ’ একাত্তর খ্রিস্টাব্দ সালের
ষোলই ডিসেম্বরের বিজয় দিবস
দেখাল বাঙ্গালী নয় শত্রুদের বস
শত্রুর মোকাবেলায় এ জাতি অজেয়।
ভুলভেবে হায়নার পিশাচ পালের
অন্তরে গজিয়েছিল অযথা সাহস
অবশেষে ধরাখেল অধম রাক্ষস
বরণ করেছে শেষে তারা পরাজয়।
আত্মসমর্পন করে হানাদার দল
অবনত হয়ে পড়ে তাদের মস্তক
বঙ্গালীজাতির কাছে অন্তরে দূর্বল।
আমরা স্বাধীন হয়ে পেয়েছি সড়ক
স্বজাতি উন্নয়নের, আমাদের কথা
এ বিশ্বে নয়তো আর এখন অযথা।
বিঃদ্রঃ এ কবিতাটি বিজয় দিবসকে নিয়ে লেখা প্রথম সনেট এবং আমার ৯৯৪ তম সনেট।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৭