শব্দকে খুঁজে বেড়াই বিয়ে দিতে তাকে
কন্যা কবিতার সাথে। তাদের বন্ধন
প্রেমালাপে মত্তথাকা একাকার মন
অন্তরে ছড়ায় যেন মুগ্ধতার ঘ্রাণ।
কল্পণার আকাশেতে শব্দ ঝাঁকে ঝাঁকে
উড়ে বেড়ায় নিরন্ত।তাদের চয়ন
করে কবিতার সাথে মিলিয়ে নয়ন
ফিরাতে চাই নির্জীব কবিতায় প্রাণ।
বেছে বেছে শব্দ নেব কবিতার জন্য
তারা সব মালা হবে কবিতা গলায়
সে মালায় কবিতায় হবে খুব ধন্য।
শব্দ কবিতার সাথী হতে খুব চায়
তাদের সুমিলনেতে সাহিত্য সুন্দর
রচিত হয়ে জুড়ায় পাঠক অন্তর।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭