একটা ভাল কবিতা হারিয়ে ফেলেছি
যা ছিল চমৎকার প্রীতি অনুভবে
সাজানো গোঁছানো খুব। সাদা ধবধবে
হাঁস দেখে হাঁসফাঁস হয়েছে অন্তর।
কবিতা কোথায় ছিল ভুলেই গিয়েছি
দেখেছি এমন হাঁস গত শীতে সবে
এবার দেখছি ফের কবে দেখা হবে
বলাকার এতশোভা এমন সুন্দর।
বলাকা দেখায় গেল হারিয়ে কবিতা
আনন্দেও আফসুস এসে হানাদেয়
তখন হৃদয় জুড়ে নামে নিরবতা।
কিছুক্ষেত্রে কিছুএসে কিছু কেড়েনেয়
এভাবে জীবনে ঘটে অনেক অযথা
আমরা অনেক ভুলি সেসবের কথা।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৬