কিছুই পড়েনা মনে লিখছিনা তাই
চুপচাপ বসে আছি জানালার ধারে
মশার বেসুর গান শুনি বারে বারে
সইতে এ জ্বালাতন আর পারছিনা।
ইচ্ছেকরে শিল্পীটাকে দেই থাপড়াই
অবশেষে নেমে পড়ি বিপদ উদ্ধারে
অগত্যা মেরেই ফেলি ক্ষুদ্রশিল্পীটারে
এভাবে সামান্য শত্রু আমরা ছাড়িনা।
খুনির রক্তে রঞ্জিত খুনির দু’হাত
অসভ্য খেয়েছে তার রক্ত চুষে বেশ
অবশেষে খুশীমনে হই চিৎপাত
অন্তরে ছড়িয়ে পড়ে আনন্দের রেশ।
কবিতা হবেনা আজ ভাব নেই বলে
ক্রমেই শান্তির ঘুমে পড়ি যেন ঢলে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬