‘গণতন্ত্র মুক্তিপাক’ ঠিকঠাক ভোটে
নূরের আত্মার কান্না শুনি যেন কানে
অথচ কি হবে ভোট কি জানি কে জানে
এদেশে নীতির ক্ষেত্রে নিশ্চয়তা নেই।
জানেনা ত্রিশ তারিখ ভোটের কি ঘটে
ভোটারের মন ভাসে জিজ্ঞাসার বানে
সে যেন হারিয়ে যায় সন্দেহ তুফানে
না জানি হারিয়ে ফেলে কেউ নিজেকেই।
কাড়াকাড়ি কারবারে গণতন্ত্রকাত
বঞ্চিতের মনরাজ্যে জমে থাকে শোক
আনন্দে বাজায় তালি ভোটের ডাকাত।
কতিপয় চায় শুধু ঠেঁকাঠেঁকি হোক
যে ভাবেই হোক লোকে জয় শুধু চায়
সে দুঃখে অঝোরে কাঁদে নূরের আত্মায়।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০