হানাদার তেড়ে আসে হায়নার মত
মুক্তিকন্ঠে শুনাযায় বাঘের গর্জন
অতঃপর স্বাধীনতা জাতীয় অর্জন
মুক্তাকাশে সূর্য উঠে রক্তরাঙ্গা লাল।
মনে পড়ে যুদ্ধক্ষেত্রে মুক্তি সেনা কত
অকাতরে দিয়েছেন প্রাণবিসর্জন
আমরা সে বীরদের আত্মীয় স্বজন
জাতির মঙ্গল করে ফিরাব কপাল।
এখন ডিসেম্বরের চলছে সময়
বিজয়ের স্মৃতিকথা হৃদয়েতে জাগে
এ বেলা অর্থনীতির যুদ্ধ করে জয়
বিশ্বে থাকতেই হবে সকলের আগে।
বিজয়ের স্মৃতিস্মরে বিজয় আনব
আমরা জাতির চির সম্মান রাখব।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮