বেগম সুরভী নুর রয়েছে যেথায়
রাজীবের মন বাগে, সে পেরেছে দিতে
প্রিয়স্বামী যাতনায় পুরো আচ্ছাদিতে
নিজের সুরভী দিয়ে নৈপূণ্যে অনেক।
বিস্তর সুরভী যেন ছড়ানো সেথায়
সুরভী যেথায় আছে, যোগ্য সাথী হতে
রয়েছে যোগ্যতা তার।সমাদর পেতে
সে অনন্যা নিজগুণে সময়ে প্রত্যেক।
স্বামী ও সন্তান জন্যে সুরভী রতন
যে চায় সকল ক্ষেত্রে খুব ভাল হোক
তাদের, সেজন্য করে সে খুব যতন।
পত্নীত্বে সুরভী নয় কখনও ঠক
গুণে সে ছড়িয়ে দেয় সুরভী সুবাস
যা হয় সুখের সেরা নির্মল নির্জাস।
বিঃদ্রঃ যাকে নিয়ে কবিতা তিনি প্রখ্যাত ব্লগার রাজীব নুরের স্ত্রী। তাঁর স্বামীর প্রতিবেদন অনুযায়ী তিনি একজন ভাল মানুষ। ভাল মানুষদের তিনি আদর্শ হতে পারেন এমন বিবেচনা থেকে তাঁকে নিয়ে কবিতা লেখা হলো।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০