বেকার
বেকার অসহ্য কষ্ট যন্ত্রণায় ভোগে
দেখে তার জন্য রাখা আছে অপমান
সবখানে,তার প্রাপ্য শুধু অসম্মান
সেজন্য অনেকে বলে, ‘মরেগেলে বাঁচি’।
বেকার লোকেরে যদি ধরে প্রেম রোগে
তবে তার দিকে ছুটে কথার কামান
শুনায় সে সব কথা ঝালাপালা কান
মনে হয় কথা যেন তীক্ষ্মধার কাঁচি।
বেকারে আমদ নেই প্রমোদ সে দূর
অপেক্ষায় থাকে তারা সুদিনের প্রতি
ক্লান্ত মনে শুনে তারা হতাশার সুর।
জমে থাকা জীবনের নেই কোন গতি
পার হয় এভাবেই দিন একে একে
নিরবে ঝরায় অশ্রু তারা একা থেকে।
চাকুরী
চাকুরী আদেশ মানা দাসত্ব শেকল
পরায় লোকের পায়। মনিব যা চায়
তা’করে লোকেরা সব, চাকুরী রক্ষায়
রোজগার করে নিজ বাঁচাতে জীবন।
অসহায় লোকদের সময় অচল
কাটেনা চাকুরী ছাড়া।দিন কেটে যায়
খেয়ে পরে ভালভাবে অর্জিত টাকায়
সেজন্য কষ্টে চাকুরী করে লোকজন।
চাকরদের জীবনে জুটেনা সুনাম
যদিও নিজেরে তারা কাজে করে সারা
মালিক চায়না দিতে যোগ্য শ্রম দাম।
রাত দিন চলমান কাজের ইশারা
চাকরের শ্রমে ফুটে মনিবের হাসি
বলে তারা জীবনটা বড় ভালবাসি।
জনসেবা
জনতার কত সেবা আছে দরকার
সেজন্য সেবক দল রাত দিন খেটে
দেদারছে কাজ করে ছক কেটে কেটে
অতঃপর তোলে তারা তৃপ্তির ঢেকুর।
কোন ক্ষেত্রে কত সুখ লাগে জনতার
সেবকেরা সে সকল দেয় বেটে বেটে
জনতাও খুশী মনে খেয়ে চেটেপুটে
সেবকে প্রকাশ করে হাজার শোকর।
সেবকেরা রাত দিন জেগে জেগে ভাবে
আর কত উন্নয়ন করে তারা বড়
জনতাকে বেশী খুশী করবে কিভাবে?
সে চিন্তায় সেবকেরা বুদ্ধি করে জড়।
অবশেষে দেখে ফেলে সেবকের টাকা
জনতায় বিস্ময়েতে চোখ করে বাঁকা।
নিজের ক্ষতি
মানুষ যা খুশী করে কেন করে তারা?
নিজের ক্ষতির কাজ নিজের ইচ্ছায়
এমন করায় কাজ তাদের কি দায়
কেন তারা এরকম করে খুশীমনে?
হয়েছে মানুষগুলো মহাদিশেহারা
কি করে বুঝেনা কিছু ন্যায় কি অন্যায়
বুঝেনা কি কাজে করে সুসময় ব্যায়
পাপে তারা ডুবে থাকে প্রতি জনে জনে।
এক দিন সকলের যেতে হবে বলে
সে সবের কোন কিছু ভাবেনা মানুষ
সে শুধু নিজের মতে উল্টা পথে চলে।
দেখেনা মানুষ জন কি যে করে দোষ
নিজেই নিজের তারা করে যায় ক্ষতি
তাদের ভুলের পথে মনে থাকে গতি।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯