‘আমরা স্বাধীন’ দু’টি কি চমৎকার
শব্দের বাক্য শুনলে অন্তর জুড়ায়
এ বাক্যের উম্মাদনা প্রশান্তি ছড়ায়
নাগরিক চেতনার প্রতিস্থান জুড়ে।
‘স্বাধীনতা’ আমাদের এটা অধিকার
আমরা পেয়েছি এটা রক্তের বন্যায়
সহ্য করিনি আমরা শত্রুর অন্যায়
আমাদের এ পতাকা যোগ্যতায় উড়ে।
হৃদয়ের কোণে কোণে জাতির সম্মান
রক্ষায় এখনো আছে সুকঠিন শক্ত
মহাত্যাজে দৃঢ়মন শপথের টান।
দেশ রক্ষায় মৌজুদ আছে তপ্ত রক্ত
স্বাধীনতা আমাদের অমলিন সুখ
এদিকে তাকালে লোভে কানা হবে চোখ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯