উদাস দুপুর শেষে সুভদ্র বিকেল
ঘুমন্ত রাতের কোলে সস্তির আরাম
অসাঢ় সময় জুড়ে বিনম্র বিশ্রাম
প্রভাতে কাজের ডাকে ছুটে যেতে হয়।
লাগেনা সুখের জন্য সম্পদ অঢেল
ধরে রাখা চাই তীব্র লোভের লাগাম
একাজে থাকতে হয় ব্যবস্থা আগাম
না হয় জীবন যুদ্ধে ঘটে পরাজয়।
নিরিবিলি দিন মাস বছর প্রত্যেক
পেরিয়ে এখন ভাবি চলে যেতে হবে
রয়েছে অতীত কথা স্মৃতিতে অনেক।
কি পেয়েছি কি পাইনি কি পেরেছি দিতে?
সময়ের স্বচ্ছস্রোতে বুলিয়ে দু’চোখ
ত্যাগের শিশিরে দেখি জমে আছে সুখ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২