প্রেমের সাগরে কবি জাহিদ অনিক
পাঠকেরে নিয়ে চলে সাতরঙ্গা নায়
তারা সব দোল খেয়ে প্রেমের দোলায়
অবিরাম গুনগুনে গেয়ে চলে গান।
কবিতার ছত্রে ছত্রে কি ভাব অধিক
পাঠকেরা মুগ্ধ এর কোমল ছোঁয়ায়
মৃদু পদে হেঁটে তারা কাব্য জোছনায়
রোমাঞ্চের অনুভূতি পায় অফুরান।
কবির কবিতা ঘ্রাণে মনে ঢেউ তোলে
সেথায় সুখেরা যেন ফুল হয়ে ঝরে
প্রেয়সি কবিতার সে খোলা এলো চুলে।
কবির কোমল স্পর্শ গভীর আদরে
কবিতায় করে তাঁর রূপময়ি কন্যা
যা হয় অতুল্য স্নিগ্ধ জগৎ অনন্যা।
বিঃদ্রঃ সম্পাদনার পূর্বে (কাঁচা) কবিতাটি ছিল-
প্রেমের কবি ব্লগার জাহিদ অনিক
ঘুমিয়ে আবার জেগে দেখে কল্পনায়
প্রিয়া তাঁর হেঁটে চলে নিশি জোছনায়
তারা ভরা রাতে তার এলো চুল দোলে।
কবি দেখে অপলক আনন্দে অধিক
সুখানুভূতি প্রিয়ার কোমল ছোঁয়ায়
যেন তাঁরে নিয়ে চলে সাত রঙ্গা নায়
প্রিয়ার চুলের ঘ্রাণে মনে ঢেউ তোলে।
রোমাঞ্চের উষ্ণতায় মৃদুপদে হাঁটা
সুখ যেন মালঞ্চের ফুল হয়ে ঝরে
প্রিয়ার বিচ্ছেদে মনে বিঁধে বিষ কাঁটা
আকুল কবিকে চির সর্বহারা করে।
অনিক কাব্য কথায় সুখে অফুরান
পাঠকের মন যেন গেয়ে চলে গান।
ব্লগার জাহিদ অনিক
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪