আমরা খেয়েছি ধরা সময়ের হাতে
বিকৃত চিন্তার জন্যে।পশুদের নয়
যে রুচি, তা’ মানুষের এ সময়ে হয়
সমলিঙ্গে সমকাম, মস্তিষ্ক বিকল।
দুশ্চিন্তা অনেক আসে এ জাহেলিয়াতে
মন রাজ্যে।কতটা এ নীচু বোধদয়
মানুষের? সত্ত্বাজুড়ে চেতনা সঞ্চয়
এ কেমন? মনে হয় এ চিন্তা অচল।
কেন যে এমন হয় তাদের সাধের
কূ-কাজের স্বাধীনতা আইনে কি সাজে?
সভ্যতা দাঁড়িয়ে আছে কিনারে খাদের।
বুঝেনা মানুষ তারা আছে কোন কাজে?
ঘুরে না যাক উল্টায় সভ্যতার বাঁক
মানুষের চিন্তাগুলো ঠিক ঠাক থাক।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২১