মৌন সন্ধায় নির্জন মাঠ প্রান্তে একা
নির্বাক দাঁড়িয়ে দেখি নীল নীলিমায়
পাখিদের ঝাঁক উড়ে নিড়ে ফিরে যায়
তাদের যাত্রার দৃশ্য নির্মল সুন্দর।
ক্রমে ফিরে আঁধারের ঘন উপত্যকা
বিন্দু বিন্দু জোনাকির আলো স্তব্ধতায়
রাতের কালোয় যেন দীপ গয়নায়
প্রকৃতি সাজিয়ে ছোঁয় বিমুগ্ধ অন্তর।
মনে পড়ে প্রিয়তমা বিগত জীবন
পিছনে ফেলে তোমাকে পেয়েছি নিকটে
তখন সুন্দর হয়েছে এ দু’টি নয়ন।
রূপময় দেখা যেত সময়ের তটে
সব কিছু মনরমা।এখনো হে তুমি
প্রকৃতির মত যেন সেরকম দামী।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১