ধুসর স্বপ্নেরা উড়ে কল্পনা আকাশে
মোহনীয় শ্বেতশুভ্র বলাকার ঝাঁক
যেন তারা, অবিরাম মেঘ করে ফাঁক
নিমিশে মিলিয়ে যায় নীল নীলিমায়।
কে চায় ঐশ্বর্য দেখে কোন অবকাশে?
স্বপ্ন যার হয়ত সে চায় কেটে যাক
সোনালী সে দিনগুলো, সেরকম থাক
প্রত্যাশার প্রজাপতি হয়ে চন্দ্রিমায়।
ভাসমান প্রত্যাশারা জলে ভেসে আসে
আবার হারিয়ে যায় হতাশার স্রোতে
তথাপি হৃদয় ভরে সে ফুল সুবাসে।
তারা আরো কাছে আসে কাছাকাছি হতে
টানা আর পোড়নেতে হতাশার কালো
কেটে গিয়ে ফের জ্বলে স্বপ্নের সে আলো।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪