ব্লগার বিদ্রোহী ভৃগু দ্রোহের অনল
ছড়ান প্রতি অন্তরে রোধে অপছায়া
কবিতায় দিয়ে কিছু অমলিন মায়া
প্রাণের ছোঁয়ার পদ্যে এর প্রতি বাঁকে।
দ্রোহের আড়ালে প্রেম রেখে অবিরল
অবিচল পদ্যছত্রে বিবেকের কায়া
দৃশ্যমান করে কবি বাতাস বেহায়া
তাড়ান স্বক্রোধে নিজে যারা কাছে থাকে।
বিদ্রোহী ভৃগুন মন সাগরের পানে
তাকিয়ে দেখে বিশাল জলরাশি ছুটে
অবিরাম বলে যায় সে জলের গানে
রেখনা হে আবর্জনা জীবনের তটে।
প্রকৃতি প্রেমের কবি সুরম্য অন্তর
বিদ্রোহী ভৃগু সুকাব্যে নির্মল সুন্দর।
ব্লগার বিদ্রোহী ভৃগু
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯