বড় বড় কলাগাছ নুয়ে শুয়েপড়ে
তুফানের উৎপাতে কিলগুতো খেয়ে
দেখে তাই হৃদয়টা ভেঙ্গে হলো গুঁড়ো
আমাদের পরিশ্রম জলেগেল বলে।
কাঁদিভরা কাঁচাকলা খায় লুটোপুটি
ছুটেগেল কতগুলো আধাভাঙ্গা হয়ে
কাঁদতেও ভুলেগেছি হতবাক হয়ে
আমাদের পরিশ্রম জলেগেল বলে।
মনে সাধছিল কলা খাব দুধ দিয়ে
বেচে পাব টাকা-কড়ি কচকচে নোট
সে আমার গুড়ে বালি বুক ফেটে যায়
আমাদের পরিশ্রম জলেগেল বলে।
কতকষ্ট হৃদয়েতে অক্ষম নির্ণয়ে
আমাদের পরিশ্রম জলেগেল বলে।
বিঃদ্রঃ কবিতাটি কুড়ি বছর আগে ঘটা বাস্তব ঘটনা নিয়ে লেখা। তখন আমার অনেক কলা বাগানছিল।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০১