আহমেদ জী এসের কবিতার পদ্ম
ফুটে ছন্দ সরোবরে।কোমল জোছনায়
তারা মায়াবী হাতের পরশ বুলায়
ভাব পূর্ণিমার কোন তারা ভরা রাতে।
প্রকাশ্য কবিতা রূপে নেই কোন ছদ্ম
ভেসের মেকি ঝঞ্ঝাট।কবির ছোঁয়ায়
যেন হাজার ফুলের সৌরভ ছড়ায়
নব অরুণ উদয়ে কাব্যিক প্রভাতে।
জীবনের নানা বাঁকে ঘটে ঘটনারা
তারা উঠে মোহনীয় কবিতার ছত্রে
নক্সায় নক্সায় তোলে জ্ঞানের ইশারা।
অবাক তাকিয়ে থেকে মুগ্ধতার পত্রে
দেখি সুখ প্রজাপতি কবিতার ঘাসে
রঙ্গিন পাখায় ওরা উড়ে উড়ে আসে।
ব্লগার আহমেদ জি এস
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫