সব ছেড়ে এক দিন চলে যেতে হবে
এখানে কারুর নেই চিরস্থায়ী ঘাটি
যদিও অস্থায়ী ভাবে আছে পরিপাটি
স্বল্প সময়ে হেথায় সবার নিবাস।
নিরলে সবাই ভাবে ডাক এলে কবে
যেতে হবে তাকে তার ছেড়ে প্রিয় মাটি
এস্থানের অবারিত রেখে প্রেম খাঁটি
পান করে মরনের গরল নির্যাস?
ক্ষণিকের এ আলয়ে পরের মঙ্গল
বেশী লাভ বেশী স্বাদ উদার দৃষ্টিতে
পরের খুশিতে আসে আনন্দ নির্মল।
কি পেয়েছি তা’ নয়, কি পারলাম দিতে
হিসেব করেন সব সভ্য পূণ্যবান
পরস্ব হরনে থাকে পাপী মনে টান।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৮