জৌলুশ বিহীন কোন বিমর্ষ মনের
অন্তরালে বিদ্যমান অশ্রুজল স্রোত
বয়ে চলে অবিরাম। প্রসারে দু’হাত
কে দেয় সে অভাগায় স্বস্তির আশ্রয়?
পায় যেন দেখা কোন আপন জনের
খোঁজে মন সারাক্ষণ। আশার প্রভাত
হয়না রাতের শেষে।মনের আঘাত
যেন আর কোনভাবে সারবার নয়।
হায়রে মনুষ্য দল করুনার জল
দাওনা হে অভাজনে ছিঁটিয়ে সামান্য,
দেখো চেয়ে আঁখি করে জল ছল ছল।
সাফল্যে জীবন যার হয়ে গেছে ধন্য
করুক সে পরচিন্তা, সুখী হতে সবে;
পৃথিবী সুন্দর হবে এধারা উদ্ভবে।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪০