সাহিত্যের অগ্নি শিখা মনে হয় তাঁকে
কথারা এখানে এসে গল্প কবিতায়
একে একে বসে যায় প্রীতির নক্সায়
কল্পশিল্পে অভিনব শিখা রহমান।
তলিয়ে গল্পের তলে পাঠকেরা থাকে
মুগ্ধতা মতির রাজ্যে।পদ্যছন্দ ছায়
জোনাকের ঝাঁক উড়ে মৃদুমন্দ বায়
চন্দ্র জোছনায় শুনি ঝিঁঝিঁদের গান।
হে কবি হে গল্পকার নির্ভার অন্তর
সাহিত্যের মনি-মুক্তা রত্নফলা চাষা
আপনার সৃষ্টি সব অনিন্দ সুন্দর।
সাহিত্যে সমৃদ্ধ করে মায়ের এ ভাষা
করলেন কথা এর আরো অনুপম
যা করে মনের তৃষ্ণা নিত্য উপশম।
ব্লগার শিখা রহমান
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২