সুন্দরের প্রতিচ্ছবি সত্যের ভিতর
দেখে সব সজ্জনেরা সত্যপানে ছুটে
মিথ্যায় আঁধার কালো থাকে ঘুট ঘুটে
যা হয় ভিতর থেকে ভয়াল দর্শন।
অগ্নিগর্ভ হয়ে থাকে মিথ্যার উদর
সেথায় অগ্নি স্ফুলিঙ্গ উঠে ফুটে ফুটে
সত্যরূপে সজ্জনের মন ভরে উঠে
তারা হয় দিব্যকান্তি শীতল নয়ন।
যে থাকে মিথ্যার সাথে সে বুঝে অধম
নিজেকে একান্ত ভাবে।সত্যতে এমন
থাকেনা মনের জ্বালা, দুঃখ সেথা কম।
মিথ্যায় থাকেনা কারো শান্তিপূর্ণ মন
অপ্রিয় দর্শন হয় মিথ্যা অলিগলি
সেজন্য সত্যের পথে এস সবে চলি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১