শান্তির দেশ গড়ায় সব নাগরিক
আইন মেনে চলবে। গুণী সরকার
ব্যবস্থা করবে সব, দেখে দরকার
সর্বক্ষেত্রে।কাজ হবে হাতে ধরে হাত।
অধিক কাজ লাগবে চাইলে অধিক
স্বজাতির উন্নয়ন।না থেকে বেকার
অথবা কর্ম ব্যবস্থা করলে সবার
অবিরাম বইবেই সুখের প্রপাত।
এজাতি হতাশ নয়, গুটি গুটি পায়ে
এগিয়ে অনেক পথ দেখছে সম্মুখে
আশা রোদ ঝরে পড়ে লাগে যেন গায়ে।
সম্ভাবনা সব আছে প্রত্যাশার চোখে
শুধু ছেড়ে দিতে হবে আলস্য শয়ন
দিগন্তে প্রসার করে কর্মের নয়ন।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬